img

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঝুঁকির মুখে পড়েও রক্ষা পেয়েছে। রানওয়েতে দুটি গরুর সঙ্গে ধাক্কা লাগার পরেও নিরাপদে রয়েছে বিমান বাংলাদেশের ঢাকামুখী ওই ফ্লাইটটি। ফ্লাইটের ৯৪ জন যাত্রীও অক্ষত রয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার বিমানবন্দর রানওয়ের উত্তরে ঘটেছে এ ঘটনা।

জানা গেছে, কক্সবাজার বিমানবন্দর থেকে বিমানের বোয়িং ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার সময় রানওয়েতে থাকা গরু দুটির সঙ্গে ডান পাখায় ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। তবে বিমানের ফ্লাইটটি ঠিকমতো আকাশে উড়তে সক্ষম হয়। গরু দুটির মালিকের নাম তাত্ক্ষণিক জানা যায়নি।

এ বিষয়ে বিমানবন্দরের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো বক্তব্য না পেলেও কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে উড়াল দিয়ে সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। 

এই বিভাগের আরও খবর