img

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি ছিল পাকিস্তানের। ৭৭ রানে বাংলাদেশের ৬ উইকেট তোলে নেওয়ার পর ব্যাট হাতে বিনা উইকেটে ১৪৫ রান করে ফেলেছিল সফরকারীরা। তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

দুর্দান্ত বোলিং করছেন বাংলাদেশ দলের বোলাররা। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২৪৫ রান। সাজঘরে ফিরে গেছেন ১৩৩ রান করা আবিদ আলীও। তাকে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৮ বলে ১২ রান করা হাসান আলীও ফিরেছেন তাইজুলে বলে। এরপর এবাদত হোসেন বোল্ড করেন সাজিদ খানকে।

পাকিস্তানের আট ব্যাটসম্যানের পাঁচজনই তাইজুলের শিকার। দুটি উইকেট নিয়েছেন এবাদত, একটি শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৩০ রান। টাইগারদের চেয়ে এখনো ৮৫ রানে পিছিয়ে আছে বাবর আজমরা, হাতে মাত্র দুই উইকেট। ফাহিম আশরাফ ১৮ ও নোমান আলী ১ রানে ব্যাট করছেন।

এই বিভাগের আরও খবর