img

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অন্যতম মানবাধিকারকর্মী খুররম পারভেজকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সোমবার রাতে শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবার তার বিদেশ ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বিষয়ে এনআইএ মঙ্গলবার নিশ্চিত করেছে।

জম্মু-কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটির প্রগ্রাম সমন্বয়ক ছিলেন ৪৪ বছর বয়সী পারভেজ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।

গেল অক্টোবরে এনআইএ কাশ্মীরের মানুষের সব কর্মকাণ্ডের ওপর অভিযান চালায়। এতে উঠে আসে যে অনেকে যৌথ বা এককভাবে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

২০১৬ সালে পারভেজকে দেশে ছেড়ে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং এর ফলে সে জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অধিবেশনে অংশ নিতে পারে না। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পারভেজের গ্রেপ্তার কাশ্মীরবাসীকে নতুন করে চিন্তায় ফেলেছে। চলতি মাসের ১৫ তারিখে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন ব্যবসায়ীর মৃত্যুর পর অঞ্চলজুড়ে শুরু হয়েছে উত্তেজনা।

২০০৪ সালে পার্লামেন্ট নির্বাচনের সময় এক পা হারান পারভেজ।

এই বিভাগের আরও খবর