img

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সেই দলের সঙ্গী মুশফিকুর রহিম কালের কণ্ঠের কাছে ব্যর্থতার কারণ জানিয়েছেন। আজ বুধবার কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যার্থতার কারণ তুলে ধরেন এই ব্যাটার।

জাতীয় দলের এই তারকা মনে করেন, ‘বিশ্বকাপের আগেও আমরা তিনটি সিরিজ জিতেছি। বিশ্বকাপের আগে তাই প্রস্তুতি যে রকম দরকার, সেরকমই ছিল। কিন্তু বিশ্বকাপে নির্দিষ্ট দিনে আমরা পারফর্ম করতে পারিনি। সুনির্দিষ্ট কারো দায় নেই। দু-একটি ম্যাচে আমি আরেকটু ভালো খেললে দল বের হয়ে আসতে পারত।'

স্কটল্যান্ডের কাছে হারটা অবশ্যই অনেক বাজে ছিল বলে মনে করেন তিনি। মুশফিক বলেন, 'তবে এরকম কিন্তু নয় যে আমরা টি-টোয়েন্টিতে ফেভারিট বা ফাইনাল খেলব। ভালো খেলতে পারলে হয়ত সুযোগ থাকত।'

টি-টোয়েন্টিতে উন্নতির একটাই পথ দেখেন মুশফিকুর রহিম, ‘এই সংস্করণে টানা ভালো খেলতে হলে আমাদের ভালো বা স্পোর্টিং উইকেটে খেলতে হবে। সেখানে অভ্যস্ত হতে পারলে আরেকটু ভালো হতে পারত আমাদের ফল।’

এই বিভাগের আরও খবর