img

অস্ট্রেলিয়ার টো-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডেভিড ওয়ার্নার। ৭ ম্যাচে ১৪৬.৭০ স্ট্রাইক রেটে ২৮৯ রান করেছেন অজি ওপেনার। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩০ বলে ৪৯ করার পর ফাইনালে কিউইদের বিপক্ষে খেলেন ৩৮ বলে ৫৩ রানের ইনিংস। তার হাতে উঠেছে এবারের বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরার পুরস্কারও। বিশ্বকাপ শেষে আইপিএলে নিজের বাজের সময়ের কথা স্মরণ করেছেন ওয়ার্নার।

ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘যে দলটাকে আমি বছরের পর বছর ভালোবেসেছি, বিনা দোষেই আমি সেই দলটা থেকে বাদ পড়ে গিয়েছিলাম। কেড়ে নেওয়া হয়েছিল আমার অধিনায়কত্বও। এ ঘটনাগুলোয় খুব কষ্ট পেলেও আমার কোনো অভিযোগ নেই।’

বাজে সময়েও অনুশীলন চালিয়ে গিয়েছিলেন ওয়ার্নার। তিনি বলেন, ‘একাদশে আমার জায়গা না পাওয়ার কারণ যাই হোক না কেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছিলাম। একদিনও অনুশীলন বাদ দেইনি। আমি নেটে খুবই ভালো ব্যাটিং করছিলাম এবং আমার ফর্মে ফেরাটা শুধু সময়ের ব্যাপার ছিল।’

এই বিভাগের আরও খবর