img

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত এবং কার্যকর ওপেনিং জুটি ছিল বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের। প্রতিটি ম্যাচেই দুজনে প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। গতকাল সেমির লড়াইয়েও দুজনে ৭১ রানের জুটি উপহার দেন। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জিতে নেয় অস্ট্রেলিয়া। আরও অবাক করা খবর হলো, এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন রিজওয়ান।

গতকাল দ্বিতীয় সেমিফাইনালে বাবর ৩৪ বলে ৩৯ করে ফিরে গেলেও এক পাশ আগলে রেখে রিজওয়ান খেলেন ৫২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস। পাকিস্তান ১৭৬ রান তুললেও ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে রিজওয়ানের খেলা নিয়েই শংকা তৈরি হয়েছিল। পাকিস্তান দলের ডাক্তার নাজীব সামরু ম্যাচ শেষে জানান, 'রিজওয়ান ফুসফুসের গুরুতর সংক্রমণ নিয়ে নভেম্বরের ৯ তারিখ আইসিইউতে ভর্তি হন। তাকে দুই দিন সেখানে কাটাতে হয়।'

রিজওয়ানের মানসিক জোরের প্রশংসা করে সামরু আরও জানান, 'সে অবিশ্বাস্য দ্রুততায় সেরে উঠেছে এবং ম্যাচ খেলার জন্য ফিটনেস ফিরে পেয়েছে। দেশের হয়ে পারফর্ম করার জন্য সে ছিল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা তো আজকে দেখেছি সে কেমন খেলেছে। টিম ম্যানেজম্যান্টের সবার সম্মিলিত সিদ্ধান্তেই রিজওয়ানকে খেলানো হয়েছে। সে দলে থাকলে সবার মনোবলও অনেক বেড়ে যায়। এজন্য আমরা ওকে একাদশে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই।'

এই বিভাগের আরও খবর