img

সৌদি আরব ও পোল্যান্ড থেকে প্রায় ৪৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ফ্রান্স থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ (দেড় মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা বিনামূল্যে পাচ্ছি। দুই-তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

তিনি বলেন, ‘পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে ৩৩ লাখ ডোজ টিকা দেবে। এগুলো যেকোনো দিন পাঠানো হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মাধ্যমে পোল্যান্ড ওই টিকাগুলো বাংলাদেশকে অনুদান দিয়েছে।’ 

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার জানায়, পোল্যান্ডের রাষ্ট্রদূত আগামীকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের কাছে টিকার চালান হস্তান্তর করবেন।

এই বিভাগের আরও খবর