সেন্ট মার্টিনস দ্বীপ ঘুরে দেখলেন চার রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অস্ট্রেলিয়া ও জাপানের রাষ্ট্রদূতরা সোমবার (৮ নভেম্বর) কক্সবাজারের সেন্ট মার্টিনস দ্বীপ সফর করেছেন। দ্বীপটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে তারা এ সফর করেন বলে জানা গেছে।
বাংলাদেশে ইইউর প্রতিনিধি দলের প্রধান চার্লস হুইটলি গতকাল সোমবার এক টুইট বার্তায় লিখেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন সেন্ট মার্টিনস দ্বীপের জন্য বাস্তবতা।
সফর আয়োজনের জন্য ইইউ রাষ্ট্রদূত ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে।
দ্বীপটি পরিদর্শনের পর ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টুইট বার্তায় জানান, সেন্ট মার্টিনস দ্বীপ বিস্ময়কর সুন্দর একটি জায়গা। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ জোয়ার, লবণাক্ততা এবং প্রবাল বিনষ্টের জন্য বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই দ্বীপের পরিবেশের ওপর দ্রুত প্রভাব ফেলছে।