img

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক দম্পতির বাড়িতে অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের না করলেও প্রতিবেশীদের সতর্ক করেছেন ওই দম্পতি।

হলি এবং তার স্ত্রী অ্যানার রাতে বিছানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই সময়েই তাদের বাড়িতে কেউ প্রবেশ করছে এমন শব্দ এবং গেস্টরুমের দরজা দেওয়ার শব্দ শুনতে পান তারা। হলি বলেন, ‘আমরা বুঝতে পারি দরজা ভেঙে বাড়িতে কেউ প্রবেশ করেছে, আমি সে সময় অ্যানাকে চিৎকার করে বলি, আমাদের এই সময়েই বাড়ি থেকে বের হওয়া দরকার।’

নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই সময়ই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যান হলি ও অ্যানা। সঙ্গে সঙ্গে পুলিশও ডাকেন।  এরপর পুলিশ বাড়িতে ঢুকে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। পুলিশের বরাত দিয়ে অ্যানা জানান, ‘পুলিশ বাড়িতে গিয়ে দেখে এক নারী বাথটাবে বসে গ্লাসভর্তি ওয়াইন (মদ) দিয়ে গোসল করছে।’  

অ্যানা আরো বলেন, ‘গেস্টরুমের দরজার ধাক্বাধাক্কি করার আগে ওই নারী বাড়ির পোষ্যের দরজা দিয়ে প্রবেশ করেছে। আমরা বাড়ি থেকে যাওয়ার পর সে সম্ভবত রান্নাঘরে গিয়ে এক গ্লাস ওয়াইন নেয় এবং তা নিয়ে বাথটাবে যায়। এ ঘটনার পর ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

হলি ও অ্যানার মতে, ওই নারী অসহায়ত্ব থেকে এই কাজ করতে পারে। এ জন্য তারা এর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। অ্যানা বলেন, ‘আমি মনে করি, তার যা দরকার ছিল তা সে পেয়েছে।’

এই বিভাগের আরও খবর