img

বুধবার রাত থেকেই টলিপাড়ার গুঞ্জনের কেন্দ্রে ফের নুসরত জাহান। যেই না ফাঁস হল নুসরত জাহানের (Nusrat Jahan) ছেলে ঈশানের বাবার নাম যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তখন থেকেই ফের শহরের আলোচনায় নুসরত আর যশ। তবে পুরসভার অনলাইন ফর্ম থেকে একথা ফাঁস হলেও, এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেননি নুসরত। বরং যশ-নুসরত দু’ জনেই বিষয়টিকে এড়িয়েই যাচ্ছেন।তবে বৃহস্পতিবার নুসরত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এমন এক পোস্ট দিলেন যা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু। তা ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন নুসরত?

সম্প্রতি নুসরত জাহান তাঁর ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন, যার একটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমার সব গল্প জানে আমার বালিশ। যা অন্য কেউ জানে না!’ তবে শুধু এটিই নয়, নুসরত আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সবাইকে খুশি করতে পারব না। আমি নিউট্রেলার বোতল না!’

নুসরত জাহানের সন্তানের বাবা কে? অভিনেত্রী-সাংসদ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই এই জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা নানা সময়ে, নানাভাবে নুসরতকে এই প্রশ্নেই জর্জরিত করছিল। কয়েকদিন আগে নুসরত জানিয়ে ছিলেন তাঁর ছেলে ঈশানের বাবা কে? তবে স্পষ্ট নয়। বরং ইঙ্গিতেই সন্তানের বাবার কথা বলেছিলেন নুসরত! (Nusrat Jahan)! তবে আর সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারলেন না অভিনেত্রী৷

কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন তিনি। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পুরসভা নিশ্চিত করেছে। সন্তান সম্ভবা থেকে শুরু করে গত ২৬ আগস্ট বেসরকারি হাসপাতালে পুত্রের জন্মের ২০ দিন পর পর্যন্ত সন্তানের পিতার পরিচয় জানাতে চাননি নুসরত। একসঙ্গে দু’জনে ঘুরলে, এক বাড়িতে থাকলেও এতদিন সন্তানের পিতার পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু বুধবার রাত সাড়ে ন’টার পর পুরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতেই বোমা ফাটালেন স্বয়ং বসিরহাটের সাংসদ। গত শনিবার যশকে সঙ্গে নিয়ে ভ্যাকসিন নিতে পুরভবনে এসে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরির কাছে পুত্রের বার্থ সার্টিফিকেটে পিতার নামের জায়গায় আপাতত ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্য জেনে নিয়েছিলেন।

নুসরতের (Nusrat Jahan) স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্ক থাকলেও যশের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। যশের প্রাক্তন স্ত্রী মুম্বইয়ে থাকেন, এক পুত্রও রয়েছে যশের। এখন দেখার পুত্র ঈশানের সৌজন্যে যশ ও নুসরত কী শেষপর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? নাকি লিভটুগেদারেই কাটিয়ে দেবেন বাকি জীবন? অপেক্ষায় অনুরাগীরা৷

এই বিভাগের আরও খবর


সর্বশেষ