চাকরির খবর
সহকারী স্টেশন মাস্টার নেবে রেলওয়ে
সহকারী স্টেশন মাস্টার পদে মোট ২৩৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে আবেদন করতে হবে ৬ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক পাস ও বয়স ১৮-৩০ বছর (১ সেপ্টেম্বর ২০২১ তারিখ অনুযায়ী) হলেই আবেদন করা যাবে। তবে কোটায় আবেদন করলে বয়সসীমা ৩২ বছর।
অনলাইনে আবেদনের লিংক : http://br.teletalk.com.bd
আবেদনের সময়সীমা : ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৬ অক্টোবর ২০২১ বিকেল ৫টা।
আবেদন ফি (১১২ টাকা) জমা দিতে হবে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে।
আবেদন করা প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
চাকরিপ্রাপ্তরা বেতন ৯৭০০-২৩৪৯০ টাকার পাশাপাশি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
► নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ৩০ আগস্টের বাংলাদেশ প্রতিদিনের ই-পেপারের (www.ebdpratidin.com) ৬ নম্বর পাতায়।
সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে নিয়োগ দেওয়া হবে। ২০ থেকে ২৮ বছর (১৩ মার্চ ২০২২ তারিখে) বয়সী পুরুষ প্রার্থীরাই শুধু এই পদে আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীকে বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান পাস ও অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা : উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
এ ছাড়া সাঁতার জানা আবশ্যক।
আবেদনের শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২১।
অনলাইনে আবেদনের লিংক : http://army.teletalk.com.bd
আবেদনের পর নির্দিষ্ট তারিখ ও ভেন্যুতে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত) প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (প্রাথমিক মেডিক্যাল ও মৌখিক পরীক্ষা) অংশ নিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে পর্যায়ক্রমে লিখিত, মৌখিক ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা হবে।
নির্বাচিত প্রার্থীদের ১২ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ ও ১৯ সপ্তাহের বেসিক কোর্সে অংশ নিতে হবে।
► বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ২৭ আগস্টের বাংলাদেশ প্রতিদিনের ই-পেপারের (www.ebdpratidin.com) ৬ নম্বর পাতায়।
জেএসসি পাসে আনসার-ভিডিপিতে চাকরি
সাধারণ আনসার পদে দেশব্যাপী লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আবেদন করতে হবে ৬ সেপ্টেম্বরের মধ্যে। প্রার্থীর বয়স হতে হবে ২৮ আগস্ট ২০২১ তারিখের হিসাবে সর্বনিম্ন ১৮ বছর এবং ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসাবে সর্বোচ্চ ৩০ বছর। অঙ্গীভূত আনসারের এই চাকরি ‘স্থায়ী সরকারি নয়’ বলেও উল্লেখ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে।
দেশের পাঁচটি রেঞ্জের (রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লা) ৩২টি জেলার নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের বাছাই পরীক্ষা হবে।
আবেদন যোগ্যতা
* ন্যূনতম জেএসসি বা সমমান পাস হতে হবে।
* উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
* বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি হতে হবে।
* দৃষ্টি শক্তি ৬/৬।
* বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর।
অনলাইনে আবেদন করার লিংক : http://ansarvdp.gov.bd
আবেদন ফি (২০০ টাকা) জমা দিতে হবে বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হওয়ার পর মাসিক বেতন পাবেন সমতল এলাকার ক্ষেত্রে ১৩,০৫০ টাকা, পার্বত্য এলাকায় ১৪,২০০ টাকা। উৎসব ভাতা ৯,৭৫০ টাকা পাবেন বছরে দুইবার। এ ছাড়া রেশন ও অন্যান্য আর্থিক সহায়তা তো আছেই।
► নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ২৬ আগস্টের কালের কণ্ঠের ই-পেপারের (www.ekalerkantho.com) ৪ নম্বর পাতায়।