img

আফগানিস্তানের শিয়া ওলামা কাউন্সিল তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সকল গোষ্ঠী ও জাতিসত্তার মানুষের সঙ্গে সমান আচরণ করেন। আল-আরাবিয়্যাহ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিয়া ওলামা কাউন্সিল বলছে, পরবর্তী সরকারের উচিত- সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

শিয়া ওলামা কাউন্সিল তালেবানের প্রতি আরো আহ্বান জানিয়েছে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

শিয়া আলেম আয়াতুল্লাহ সালেহি বলেছেন, শিয়া সম্প্রদায়ের লোকজন সহিংসতা এবং যুদ্ধ সমর্থন করে না। তারা সবাই শান্তির পক্ষে আছে।

আরেক আলেম আলি আহমাদি বলেছেন, আফগানিস্তানের সবাই নিরাপত্তা চায়, তারা শান্তি চায় এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার দেখতে চায়।
সূত্র : আল-আরাবিয়্যাহ

এই বিভাগের আরও খবর