img

করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা দেশের পর্যটনকেন্দ্রগুলো বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খুলে দেওয়া হলেও খোলেনি সুন্দরবন। তাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য আপাতত সুখবর নেই। তবে পরিস্থিতির উন্নতি হলে দ্রুত পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত করতে পারেননি তারা।

বনবিভাগ জানায়, করোনা সংক্রমণ রোধে ৩ এপ্রিল সুন্দরবনের পর্যটক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর গত সাড়ে চার মাসে ১১ লাখ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সুন্দরবন।

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে ভ্রমণের জন্য কোনো আদেশ এখন আসেনি। তাই পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা যাচ্ছে না। সুন্দরবনের আলাদা আদেশ আসবে তারপর এটি উন্মুক্ত হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর