img

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে এবারও প্রথম হয়েছে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট-কুমিল্লা। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দেশের ১২টি ভ্যাট কমিশনারেট দপ্তরের মধ্যে কুমিল্লা কমিশনারেট এ নিয়ে টানা দশবার শীর্ষস্থান ধরে রেখেছে।

বৃহস্পতিবার দুপুরে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট দপ্তর কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ‘গত বছরের আগস্ট মাস থেকে কুমিল্লা টানা দশবার শীর্ষ স্থান ধরে রেখেছে। গত জুলাই মাসে এখানে রিটার্ন দাখিল হয়েছে ১০ হাজার ১৯৭টি। এর মধ্যে ম্যানুয়াল ৮টি ও অনলাইনে ১০ হাজার ১৮৯টি রিটার্ন দাখিল হয়। জুলাই মাসে অনলাইনে রিটার্ন জমার শতকরা হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ। করোনাকালে এ কার্যালয়ের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালনের কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।’

এই বিভাগের আরও খবর