img

বঙ্গোপসাগরে এক মাছধরা ট্রলার ধরেছে ৮৭ মণ ইলিশ, যা বিক্রি হয়েছে ২৭ লাখ টাকায়।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাঝি মো. জামাল হোসেনের কাছ থেকে মাছগুলো কিনে নেন মেসার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট। যার একেকটি মাছের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত দেখা গেছে।

এ বিষয়ে মো. জামাল হোসেন জানান, গত শুক্রবার এফবি সাইফ-২ ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ শিকারে বের হই। কয়েকবার ফেলা জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। ট্রলারে মাছ রাখার জায়গা না থাকায় বৃহস্পতিবার রাতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে চলে আসি।

এর আগে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এক ট্রলারে করে এত ইলিশ আসেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এই বিভাগের আরও খবর