img

সব জল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি গেলেন ফরাসি জায়ান্ট পিএসজিতে। এর সাথেই প্রায় তারকাশূন্য হয়ে গেল স্প্যানিশ লা লিগা। নেইমার এবং রোনালদো আগেই চলে গেছেন। এবার গেলেন লা লিগার সবচেয়ে বড় আকর্ষণ মেসি। তাকে হারিয়ে বার্সাও দুর্বল হয়ে পড়ল। এর আগে রোনালদো চলে যাওয়ার ধাক্কা রিয়াল এখনও সামলে উঠতে পারেনি। মেসির মতে, এই দুটি ক্লাবকে আরও কিছুদিন ভুগতে হবে। 

এল পাইসকে দেওয়া সাক্ষাতকারে মেসিকে প্রশ্ন করা হয়েছিল, তার বিদায়ে লা লিগার কেমন ক্ষতি হতে পারে। জবাবে মেসি বলেন, 'যেকোনো লিগের জন্য গুরুত্বপূর্ণ হলো এর দলগুলো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এখনো নিজেদের অবস্থানেই আছে। সেভিয়া আছে, ভ্যালেন্সিয়া এবং আতলেতিকো আছে, এগুলোও বড় দল। খেলোয়াড়েরা চলে গেলেও ক্লাবগুলো থেকে যাবে। লা লিগা এখনো বড় ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আগেও অনেক খেলোয়াড় গেছে এবং ক্লাবগুলো মানিয়ে নিয়েছে।'

বাস্তবতা হলো, লা লিগায় এখন এমন কোনো মহাতারকা নেই যার কারণে সমর্থকরা কোনো দলকে সমর্থন দেবে। মেসির বিদায়েই লাখ লাখ সমর্থক হারিয়েছে বার্সেলোনা। নেইমার এবং রোনালদোর সময়েও তাই হয়েছে। তাই মেসিও মনে করেন, লা লিগার ক্লাবগুলোকে ভুগতে হবে। তিনি আরও বলেন, 'এমন পরিস্থিতির সঙ্গে ক্লাবগুলো মানিয়ে নেয় এবং ভালো করে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে এখন কিছুদিন ভুগতে হবে। কিন্তু কয়েক বছর পর ওরা সামলে নেবে। তখন বড় তারকারা স্প্যানিশ ফুটবলে ফিরবে।'

এই বিভাগের আরও খবর