img

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী পোশাকের কারণে নতুন করে আলোচনায় এলেন। জিম হোক বা ডিনার ডেট- খাটো পোশাক জাহ্নবীর বেশ পছন্দের। এবার ন্যুড ড্রেসে ভাইরাল হলেন তিনি। পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গেছে। স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার।

kalerkantho

মুম্বাইতেই তার এই ছবি উঠেছে। নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জাহ্নবী। এই পোশাকের সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্নিকার। মুখে সামান্য মেকআপ আর খোলা চুল। সেই ছবিতেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

kalerkantho

বর্তমানে ভক্তদের পছন্দের তালিকায় আছেন তিনি। মায়ের পথ ধরেই পথ চলছেন তিনি। মায়ের হাত ধরে যাত্রা করেছিলেন। তবে তার অভিষেকটা দেখে যেতে পারেননি বলিউড ডিভা শ্রীদেবী। তবে জাহ্নবী হতাশ করেনি তাদের ভক্তদের।

এই বিভাগের আরও খবর