img

প্রাণঘাতী করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু তে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।যাদের মধ্যে ঢাকারই ১৬৪ জন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) নতুন ১৭০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে সরকারি হিসেবে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৭৯ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ৩০ জন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন ভর্তি এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে।

এই বিভাগের আরও খবর