img

টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক উপহার দিয়েছেন ভরত্তোলক মীরাবাঈ চানু। গত ২৪ জুলাই শনিবার ৪৯ কিলো বিভাগে ২০২ কিলোগ্রাম ওজন তুলে রূপার পদক জয় করেন ২৬ বছর বয়সী চানু। অলিম্পিক জয় করে তিনি ফিরে গেছেন তার দেশে। চলছে সংবর্ধনা আর অভিনন্দনের বন্যা। এর মাঝেই মীরাবাঈ শুনিয়েছেন, অলিম্পিকে শুধু প্রতিপক্ষের বিরুদ্ধেই নয়; নিজের শরীরের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে।

২৩ জুলাই শুক্রবার দুপুর পর্যন্ত সব ঠিক থাকলেও বিকেলের দিকে ঋতুস্রাবের যন্ত্রণা শুরু হয় চানুর। যে কারণে লড়াইয়ে নামার আগে তার অনুশীলনের পরিকল্পনা ভেস্তে যায়। সাথে সাথে 'প্ল্যান বি' তৈরি করে ফেলেন তার কোচ বিজয় শর্মা। চানু বলেন, 'খুব দুশ্চিন্তায় ছিলাম। বুঝতেই পারছিলাম না, হঠাৎ আমার পদক জয়ের আগের রাতেই কেন এমন হল। এটা হলে শরীর অন্যরকম ভাবে কাজ করতে শুরু করে। স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়। কিন্তু আমি লক্ষ্যে অবিচল ছিলাম। খেলার মাঝে এমন হতেই পারে। আমরা অভ্যস্ত।'

একদিকে ঋতুস্রাবের যন্ত্রণা, অন্য দিকে ওজন বেড়ে যাওয়ার চিন্তা। ৪৯ কেজি বিভাগে অংশ নেওয়া চানু ওজন বেড়ে যাওয়ার ভয়ে শনিবারের আগে দুই দিন কিছু খাননি! তার কোচ বিজয় শর্মা বলেন, 'পদক জয়ের আগের রাতে দুজনেই খুব চিন্তায় ছিলাম। নিজেদের পরিকল্পনা পাল্টে ফেলতে হয়। আমাদের লক্ষ্য ছিল সোনা জয়। তবে এই কারণে (ঋতুস্রাব) সেই লক্ষ্য কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। এমনটা না হলে চীনের প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো আরও বেশি লড়াই করতে পারতাম আমরা।'

এই বিভাগের আরও খবর