|  18 July, 2021							 
								 
							
							
							 
							সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
 
 
								
							সিরাজগঞ্জের কামারখন্দে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা শিশুকে বাড়িতে রেখে বাড়ির পেছনে কাজ করছিলেন। শিশুটি খেলার একপর্যায়ে পাশের পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।











-1660325247.jpg)
