| 18 July, 2021
করোনায় আরো ২২৫ জনের মৃত্যু, শনাক্তও বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারা দেশে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জনে। এছাড়া দেশে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে আজ।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।
এর আগে গতকাল দেশে করোনাভাইরাসে ২০৪ জনের মৃত্যু হয়। গতকাল দেশে করোনা শনাক্ত হয় আট হাজার ৪৮৯ জনের। ফলে গতকালের চেয়ে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই বেড়েছে দেশে।