Ads
img

অবশেষে মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। করোনার বিরতি কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে জাতীয় দল। সময়ের হিসেবে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে আজই অভিষেক ঘটছে তামিম ইকবালের। ম্যাচে কী হয় না হয় সেটা পরের বিষয়, তবে প্রথম ওয়ানডেতেই একটা 'জয়' নিয়ে অধিনায়ক-অধ্যায় শুরু করলেন তামিম। প্রথম ওয়ানডেতে টসে জিতেছেন নতুন বাংলাদেশি অধিনায়ক।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ১৩৪ তম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হচ্ছেন তিনি।

শক্তিতে দুর্বল হলেও করোনাকালের ক্রিকেটের অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে। জুলাইয়ে ইংল্যান্ড সফরের পর গত মাসে নিউজিল্যান্ডেও দলটা নতুন স্বাভাবিকতায় ক্রিকেট খেলেছে। অন্যদিকে ১০ মাস বিরতি দিয়ে মহামারির সময় এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। মাঝে ঘরোয়া দুটি টুর্নামেন্ট খেলে ক্রিকেটারেরা জৈব সুরক্ষাবলয়ের সঙ্গে কিছুটা অভ্যস্ত হয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সবকিছুই ধরা দেয় ভিন্নভাবে। মাঠে প্রতিপক্ষ হিসেবে দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে পেলেও করোনাকালের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে তামিমের দলের প্রথম চ্যালেঞ্জ।

করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের অনেক ক্রিকেটারই বাংলাদেশে আসেননি। তাতে জেসন মোহাম্মদের ওয়েস্ট ইন্ডিজ দলটা হয়ে পড়েছে অনভিজ্ঞ। কাগজে-কলমের শক্তিতে বাংলাদেশই এগিয়ে। ঘরের মাঠে পরিষ্কার ফেবারিট বাংলাদেশের বিপক্ষে বাড়তি চাপ নিতে রাজি নন ক্যারিবীয় অধিনায়ক। জেসনের চাওয়া, তরুণদের নিয়ে গড়া দলটা মাঠের ক্রিকেটটা উপভোগ করুক। ওদিকে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিমের দর্শন হলো, শক্তিমত্তার তুলনায় না গিয়ে নিজেদের খেলাটা ঠিকঠাক খেলা।

ঢাকায় প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের। দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি। সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর