img

এবার শিবসেনায় যোগ দিচ্ছেন ভারতীয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। কাল মঙ্গলবার তিনি যোগ দিতে পারেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। আজ সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী হর্ষল প্রধান গত রোববার বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঊর্মিলা শিবসেনায় যোগ দেবেন।

ঊর্মিলা ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থী হন।

লোকসভার মুম্বাই উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী হয়ে ঊর্মিলা ব্যাপক আলোচনার জন্ম দেন। কিন্তু তিনি নির্বাচনে হেরে যান।

মাস পাঁচেকের মাথায় ঊর্মিলা কংগ্রেস ছাড়েন। তিনি মুম্বাইয়ে দলীয় অন্তর্দ্বন্দ্বের অভিযোগ তোলেন।

সম্প্রতি ঊর্মিলা আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে বিবাদে জড়িয়ে আলোচিত হন। এখন ঊর্মিলা শিবসেনায় ভিড়ছেন। এ নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শিবসেনা ঊর্মিলার নাম মহারাষ্ট্রের গভর্নরের কাছে গভর্নর কোটায় লেজিসলেটিভ কাউন্সিলে মনোনয়নের জন্য পাঠিয়েছে।

খবরে বলা হয়, রাজ্যপালের কোটায় মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য হিসেবে ঊর্মিলাকে মনোনয়ন দিয়েছে শিবসেনা। ইতিমধ্যে তাঁর নাম মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছেও পাঠানো হয়েছে।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর