img

লিওনেল মেসির সময়টা খারাপ যাচ্ছে। ঘরে-বাইরে নানা সমস্যায় জর্জরিত ক্লাব নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনার সঙ্গে ঝামেলা এখনও মেটেনি। তার ওপর একের পর এক অভিযোগ শুনতে শুনতে তার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে, অন্য খেলোয়াড়ের ব্যর্থতার দায়ও তার ওপর চাপছে! কিছুদিন আগেই তিনি বোর্ডের ওপর বিরক্ত হয়ে ক্লাব ছাড়তে চেয়েছিলেন। তখনকার সভাপতি বার্তামেউ মেসিকে প্যাঁচে ফেলে আটকালেও নিজের চেয়ার বাঁচাতে পারেননি।

এক মৌসুমের জন্য মেসি থেকে গেছেন বার্সেলোনায়। বার্তামেউ পদত্যাগে বাধ্য হয়েছেন। সুতরাং অনেকেই মনে করছেন, মেসি হয়তো বার্সা ছাড়বেন না। তবে বার্সেলোনার সাবেক ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদোর সেটা মনে হচ্ছে না। করোনার কারণে মাঠে দর্শক না আসায় ক্লাবগুলোর আয় কমে গেছে। যে কারণে ফুটবলারদের বেতন কমানোর চেষ্টা করছে ক্লাবগুলো। কিন্তু মেসিদের সঙ্গে এখনও এ ব্যাপারে ঐক্যমতে আসতে পারেনি বার্সা। তাই রিভালদো ভিন্ন ভাবছেন।

ব্রাজিল কিংবদন্তি বলেছেন, 'বার্সেলোনা এর মধ্যেই খেলোয়াড়দের সঙ্গে বেতন কমানোর ব্যাপারে কথাবার্তা বলেছে। স্কোয়াডের সবার বেতন যেন কমে, সে প্রস্তাব দিয়েছে, যাতে স্কোয়াডের কেউ রাজি হয়নি। বেতন কমানোর জন্য বার্সার এই তোড়জোড় খেলোয়াড়দের কাছে নতুন কিছু নয়। তবে খেলোয়াড় মানুক বা না মানুক, ক্লাবের এসব প্রচেষ্টা দ্বারা বোঝা যায়, মেসির চুক্তি নবায়নের বিষয়টা মোটেও সহজ হবে না।'

এজন্যই মেসির আর বার্সায় থাকা হচ্ছে না বলে মনে করছেন রিভালদো। তিনি আরও বলেছেন, 'অন্যান্য বছরের তুলনায় এবার মেসির কাছে অন্য ক্লাবের প্রস্তাব অনেক বেশি থাকবে। ও এমনিতেই মৌসুম শুরুর আগে ক্লাব ছাড়তে চেয়েছিল। তাই বোর্ড যদি সেভাবে মেসিকে বুঝিয়ে-সুজিয়ে না রাখতে পারে, তাহলে আমার মনে হয় না বার্সেলোনা বোর্ড আর মেসিকে ধরে রাখতে পারবে।'

এই বিভাগের আরও খবর