img

পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজম নেতৃত্ব দিচ্ছেন রঙ্গিন পোশাকে। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য আজহার আলিকে সরিয়ে টেস্টে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এবার বাবরকে সাদা পোশাকেও অধিনায়ক হিসেবে দেখতে চান পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও পেস বোলিং কিংবদন্তির মতে, বাবরকে যথেষ্ট সময় দিয়ে অধিনায়ক করা উচিত।

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, 'সাবেক ক্রিকেটার হিসেবে যদি জিজ্ঞেস করেন, আমার সমর্থন বাবরের প্রতি। কারণ সে আমাদের ভবিষ্যৎ এবং অনেক দিন চালিয়ে যেতে পারবে। পিসিবি যদি তাকে নিয়োগ দেয়, তাহলে যথেষ্ট সময় দেওয়া উচিত যাতে কোনো সংশয় তৈরি না হয় যে ড্রেসিং রুমের দায়িত্বে কে আছে।'

মোহাম্মদকে রিজওয়ানকে অধিনায়ক করার গুঞ্জন নিয়ে আকরাম বলেন, 'রিজওয়ান কয়টা ম্যাচ খেলেছে? আমি জানি এটা বলায় সে আমার ওপর মন খারাপ করবে। কিন্তু অধিনায়কত্বের জন্য বিবেচিত হতে হলে তো আগে তাকে দলে জায়গা পাকা করতে হবে! বাবর আমাদের সেরা ক্রিকেটার। যারা বলছে, অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে, তাদের কথায় কান দেওয়ার কিছু নেই। কারণ সে ব্যাটসম্যান, তার কাজই হচ্ছে রান করা। বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা অধিনায়কের পাশাপাশি দারুণ ব্যাটসম্যানও কি নয়?'

এই বিভাগের আরও খবর