img

১৯৯৫ সালের কথা। কবি শামসুর রহমানের অনুমতি নিয়ে  ‘উত্তর’ কবিতা অবলম্বনে নিজের ব্যান্ড ফিলিংসের ‘নগরবাউল’ অ্যালবামের জন্য জেমস গেয়েছিলেন ‘তারায় তারায়’। প্রকাশের পরপরই সাড়া ফেলে এটি। ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো’ তখন পাড়া-মহল্লায়, শহরের অলিতে-গলিতে, এমনকি গ্রাম-গঞ্জে সববয়সী শ্রোতার মুখে ছড়িয়ে পড়ে।

২০ বছর পেরিয়েও ‘তারায় তারায়’ গানটি সমান জনপ্রিয়।

সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার।

নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার... 

এই গানের আবেদন ফুরোয় না। না, কোনো আনুষ্ঠানিক কোনো আয়োজন ছিল না। এক ঘরোয়া আড্ডায় সুনিধি নায়েকের সঙ্গে যৌথভাবে গাইলেন সায়ান চৌধুরী অর্ণব। ইউটিউবে ঘোরাফেরা এক ভিডিওতে দেখা যাচ্ছে সুনিধি নায়েক বলছেন, 'ফার্স্টেই বলি আজ জেমস ভাইয়ের জন্মদিন, হ্যাপি বার্থডে। আমরা অনেক সম্মান করি তাঁকে অনেক ভালোবাসি।' এরপরেই গাইতে শুরু করেন, সুন্দরী তমা আমার ওই নীলিমার দিকে তাকিয়ে... 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতের ছাত্রী সুনিধি নায়েকের সঙ্গে অনেক দিন ধরেই শায়ান চৌধুরী অর্ণবের বেশ সখ্য। একে অপরের প্রেমে মজেছেন বলেও গুঞ্জন আছে! কলকাতা ও ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে গান করেছেন দুজন।

 

এই বিভাগের আরও খবর