|  14 October, 2020							 
								 
							
							
							 
							একসঙ্গে ৩ গাড়ি ওভারটেক, মোটরসাইকেল নিয়ন্ত্রণহীন, যুবকের মৃত্যু
 
 
								
							কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার থানা গেট এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় জাভেদ পাঠান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিহত যুবক দেবীদ্বার পাঠানবাড়ির মৃত হাজী আকামত আলী পাঠানের পুত্র এবং বিএনপি দেবীদ্বার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টায় জাভেদ পাঠান মোটরসাইকেলযোগে দেবীদ্বার নিউ মার্কেট থেকে থানা গেইটসংলগ্ন নিজ বাসায় যাওয়ার পথে তিনটি সিএনজি একসঙ্গে ওভারটেক করতে যায়। এ সময় পাশ কেটে থানার সামনে সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে স্লাব ভাঙা একটি গর্তে পড়ে যায়। ওই সময় তার মাথার পেছনের অংশে আঘাত পায়। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











-1660325247.jpg)
