শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন পরিস্থিতি উন্নতি হলে তবেই সিরিজ হবে
শ্রীলঙ্কা থেকে নতুন স্বাস্থ্য নির্দেশিকা আসবে। বিসিবি গত দুই সপ্তাহ ধরেই এর অপেক্ষায় ছিল। অবশেষে অপেক্ষা ফুরাল। গতকাল বিসিবিকে সংশোধিত স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি আজ নিজেদের মধ্যে আলোচনাও সেরেছে। আলোচনা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মিরপুরে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বোর্ড প্রধান শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে বলেছেন, ‘আমরা কাল ওদের কাছ থেকে (স্বাস্থ্য নির্দেশিকা) পেয়েছি। আজ আমরা ওদের জানিয়ে দিয়েছি এটা সম্ভব না। নতুন করে সূচি করার জন্য বলে দিয়েছি।’
এসএলসি বিসিবির প্রায় সব দাবিগুলোই মেনে নিয়েছিল। কিন্তু একমাত্র কোয়ারেন্টিন প্রসঙ্গেই দুই দলের মতের মিল হয়নি। শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন পরিস্থিতি উন্নতি হলে তবেই সিরিজ নিয়ে আবার আলোচনা করা হবে।
নাজমুল এ প্রসঙ্গে বলছিলেন, ‘ওরা যেই নির্দেশিকাটি দিয়েছে সেটি মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। তবে ওদের ক্রিকেট বোর্ড, ওদের ক্রীড়া মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছে। আমরা আমাদের চাহিদা ওদের পাঠিয়েছিলাম। ওরা একটা ছাড়া বাকি সবগুলোতেই রাজি হয়েছিল। যেই একটা ছিল সেই একটাই আসল। সেটা হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিন।’
শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন কতটা কঠোর, সেটিরও একটা ধারণা দিলেন নাজমুল, ‘ওদের কোয়ারেন্টিন সম্পূর্ণ আইসোলেশনের মতো। ওই আইসোলেশনে ঘর থেকে বের হতে পারবে না। এভাবে ১৪ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকা, থাকলে শারীরিক তো পরে, মানসিক যে পরিস্থিতি হবে সেটা থেকে ফিরতেই অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না।’
বাংলাদেশ দলের জন্যই নয়, অন্য দেশ থেকে শ্রীলঙ্কায় যাওয়া সবার জন্যই এই নিয়ম বলে জানালেন বিসিবি সভাপতি, ‘শুধু আমাদের জন্য না, ওই দেশে সবার জন্যই এমন হচ্ছে। কাজেই এই পয়েন্টে ওরা কিছুই করতে পারেনি। ওরা বলেছে ওদের পক্ষে সম্ভব না। আর আমরা বলে দিয়েছি এই শর্তে খেলা সম্ভব না।’
তবে শ্রীলঙ্কা সিরিজ না হলেও ক্রিকেটারদের অনুশীলন চলবে। ঘরোয়া ক্রিকেট শুরুর সম্ভাবনা এখন বেশ জোরালো। তার আগে হতে পারে ক্রিকেটারদের ছোট ছোট দলে ভাগ করে নতুন আঙ্গিকে কোনো টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেট নিয়ে সব ধরনের সম্ভাবনার কথাই আজ সংবাদ সম্মেলনে বলে গেলেন বোর্ড প্রধান নাজমুল হাসান।
জিরোআওয়ার২৪/এমএ