img

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮ হাজার ৬০০ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১ হাজার ১২৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৯৪ হাজার ৫০৩ জনের মৃত্যু হলো।

২ সেপ্টেম্বর থেকে ভারতে প্রতিদিন এক হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন। দেশটিতে নতুন করে সংক্রমিতের চেয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা এখনো বেশি।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৪৩ জন। করোনা থেকে মোট সেরে উঠেছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, কেরালা ও তামিলনাড়ু রাজ্যে। এই পাঁচ রাজ্যে এক দিনে মোট ৪৯ হাজার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর ৫৫ শতাংশই পাঁচ রাজ্যের।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৮৭ হাজার করোনা নমুনা পরীক্ষা করা হয়। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ৪০ হাজার ১৪৫। করোনায় বিশ্বে মোট মারা গেছেন ৯ লাখ ৯৪ হাজার ১৪৬ জন।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর