img

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহ...রাজিউন)।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করালে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার করোনা পজিটিভ আসে। সর্বশেষ ঢামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় এই শক্তিমান অভিনেতাকে।

বাচ্চুর দীর্ঘদিনের সহকর্মী ও প্রতিবেশী অভিনেতা শিবা শানু বলেন, 'পাঁচ বছর আগে বাচ্চু ভাইয়ের হার্টে রিং পরানো হয়েছিল। চিকিৎসক তাঁকে পরিশ্রম না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু কাজপাগল বাচ্চু ভাই বসে থাকতে পারতেন না। করোনার মধ্যেও শুটিং করেছেন।' 

এই বিভাগের আরও খবর