img

বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। বুধবার সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন একটি অনুষ্ঠান ক্রিকেট কানেক্টিং কান্ট্রি-এর প্রথম পর্বে তিনি বর্ণবাদ নিয়ে নিজের অভিজ্ঞতা কথা বলেন। পরপর দুই দিন তিনি বর্ণবাদীদের আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিস্টিয়ানের অভিযোগ, অস্ট্রেলিয়ার ক্রিকেটেও বর্ণবাদ আছে; যদিও সেটা প্রকট আকারে নয়। গায়ের রং ও অস্ট্রেলিয়ান আদিবাসীদের মতো না দেখা যাওয়া নিয়ে কথা শুনতে হয়েছিল তাকে। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে জানায়, 'গত রাতে ক্রিকেট কানেক্টিং কান্ট্রির পর নির্লজ্জ বর্ণবাদী ও অশিক্ষিত সব মন্তব্য দেখে আমরা অনেক হতাশ। যদিও আমরা মন্তব্যকারীদের নাম সবার সামনে প্রকাশ করতে চাই না।'

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার পর থেকে বিশ্বজুড়ে নুতন করে বর্ণবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। সেই অনুষ্ঠানে থাকা অস্ট্রেলিয়ার নারী দলের কিপার অ্যালিসা হিলি এবং আরেক নারী ক্রিকেটার রিচেল হেইন্স ক্রিস্টিয়ানকে সমর্থন করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া আরও বলেছে, 'আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, ক্রিকেট, খেলাধুলা কিংবা বৃহত্তর সমাজে কোনো ধরনের বর্ণবাদ কিংবা বৈষম্যের স্থান নেই। তবে এই মন্তব্যগুলি বলছে, আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।'

এই বিভাগের আরও খবর