Ads
img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৭ জন।

সব মিলে দেশে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হলো। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৫১৬ জন।

আজ সোমবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী।, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

গতকাল রোববার ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯২ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়েছিল। ওই সময় মারা যান ৩২ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি নমুনা। আগের দিন ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর