img

কুমিল্লা কোভিড হাসপাতালে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এর মধ্যে কোভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা গেছেন পাঁচজন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এই তথ্য জানিয়েছেন। এ নিয়ে এই হাসপাতালে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৪৯।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল শুক্রবার সকাল আটটা ৪৫ মিনিটে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ৫৫ বছরের এক পুরুষ, গতকাল সকাল ১০টায় মারা গেছেন দাউদকান্দি উপজেলার ভেন্নাইনগর এলাকার ৫৮ বছরের এক নারী, রাত সাড়ে ১০টায় চৌদ্দগ্রাম উপজেলার ৭০ বছরের এক বৃদ্ধ ও রাত তিনটায় কুমিল্লার বরুড়া উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা গেছেন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাত পৌনে ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের ৩০ বছরের এক তরুণী মারা গেছেন।

এদিকে কোভিড-১৯ পজিটিভ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার ৭০ বছরের এক বৃদ্ধ হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মারা গেছেন।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, এ পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে তিন শ ছুঁই ছুঁই। চিকিৎসক, নার্স সবাই সেবা দিয়ে যাচ্ছেন।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর