img

সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তার ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়েছিল।

সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির এক মেয়ের সঙ্গে একাদশ শ্রেণির এক ছেলের বিয়ে হতে যাচ্ছে। সাতক্ষীরার জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার নির্দেশে মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমা জোহরাকে নিয়ে তিনি ঘটনাস্থলে যান বেলা আড়াইটার দিকে। সেখানে গিয়ে দেখেন, অতিথি আপ্যায়ন চলছে। তখন তাঁরা বর ও কনের জন্মসনদ দেখতে চান। জন্মসনদে দেখা যায়, কনের বয়স ১৫ বছর ও বরের বয়স ১৮ বছর ২ মাস। পরে দুই পক্ষের অভিভাবকেরা মুচলেকা দেন যে তাঁরা মেয়ের বয়স ১৮ বছর এবং ছেলের বয়স ২১ বছর না হলে বিয়ে দেবেন না।

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর