img

আনোয়ার কাজ করতেন কাপড়ের দোকানে। দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়েছেন তিনি। স্ত্রী, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে ময়না, ছেলে দুলালকে নিয়ে অভাব–অনটনের মুখে পড়ে যান আনোয়ার। আয় বন্ধ হয়ে যাওয়ায় বাসাভাড়া ও সংসার চালানো সম্ভব হচ্ছিল না। ৩০ বছর ধরে এ শহরে শিকড় গড়া সংসারকে তুলে নিয়ে বাধ্য হয়ে গ্রামে ফিরে যাচ্ছেন তিনি। এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টু-লেট’।

চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক অনিমেষ আইচ জানান, করোনাকালে ঢাকা শহরের বাস্তব রূপ এটি। এই সময়ে প্রতিদিন এমন হাজার হাজার আনোয়ার কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবার–পরিজন নিয়ে প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছেন। ফাঁকা হয়ে যাচ্ছে বাসা। অলিগলিতে অসংখ্য বাড়ির সামনে টু-লেট ঝুলছে। সেখান থেকেই চলচ্চিত্র ‘টু-লেট’। এটি ঘরবন্দী সময়ের গল্প সিজন ২–এর একটি পর্ব। চলচ্চিত্রটিতে ময়নার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। এই অভিনেত্রী বলেন, ‘আমি যেকোনো কাজের ক্ষেত্রে গল্প জানার পর নিজের চরিত্রটি নিজের মধ্যে দেখার চেষ্টা করি। ধারণ করার পরই শুটিংয়ে নামি। ময়না চরিত্রটি নিয়ে আমার বাড়তি প্রস্তুতি ছিল। কারণ, চরিত্রটি সহজ নয়। শুটিংয়ের চার দিন আগে থেকেই চরিত্রটি নিয়ে কাজ করেছি। একজন প্রতিবন্ধী বোবা মেয়ের বেশভূষা কেমন হবে, তার অঙ্গভঙ্গি কেমন হবে, এসব নিয়ে কাজ করেছি।’

আলফা আই স্টুডিওজের ব্যানারে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে আরও দেখা যাবে শিল্পী সরকার অপু, সৈয়দ মোশারফ, জয়রাজ প্রমুখকে। পরিচালক জানান, ‘টু-লেট’ ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

জিরোআওয়ার২৪/এমএ 

এই বিভাগের আরও খবর