img

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যখন নানা সংকটে ধুঁকছে তখন জমে উঠছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। চলচ্চিত্র উৎসবগুলোতেও প্রাধান্য পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য নির্মাণগুলো। তারই ধারাবাহিকতায় ঢাকা চলচ্চিত্র আন্দোলন আয়োজন করেছে 'উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব -২০১৮ ।’

উৎসবে ১২ টি নির্বাচিত ও চারটি আমন্ত্রিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবটির আয়োজক নির্মাতা নূরুল আলম আতিক জানান, উৎসবের উদ্বোধন করবেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

এ সময় উপস্থিত থাকবে গিয়াস উদ্দিন সেলিম এর মুক্তিপ্রতিক্ষিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের প্রধান চরিত্র চিত্রনায়িকা পরীমনিসহ সকল কলাকুশলী। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

আগামী ২৩ মার্চ বিকেল ৫ টায় উত্তরার তিন নং সেক্টরের রবীন্দ্র সরণীর বটতলায় অনুষ্ঠিতব্য এ উৎসবে প্রদর্শিত হবে ইয়াস রোহান পরিচালিত ‘বিসর্জন’, জাবেদ পাটোয়ারি পরিচালিত ‘টুনেস’, তানভীর রহমান পরিচালিত ‘আই এম নোবডি’, মাহমুদা সুলতানা রীমা ‘সহজ মানুষ’,মোহাম্মদ রিসান পরিচালিত ‘শুকতারা’।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যখন নানা সংকটে ধুঁকছে তখন জমে উঠছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। চলচ্চিত্র উৎসবগুলোতেও প্রাধান্য পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য নির্মাণগুলো। তারই ধারাবাহিকতায় ঢাকা চলচ্চিত্র আন্দোলন আয়োজন করেছে 'উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব -২০১৮ ।’

উৎসবে ১২ টি নির্বাচিত ও চারটি আমন্ত্রিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবটির আয়োজক নির্মাতা নূরুল আলম আতিক জানান, উৎসবের উদ্বোধন করবেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

এ সময় উপস্থিত থাকবে গিয়াস উদ্দিন সেলিম এর মুক্তিপ্রতিক্ষিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের প্রধান চরিত্র চিত্রনায়িকা পরীমনিসহ সকল কলাকুশলী। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

আগামী ২৩ মার্চ বিকেল ৫ টায় উত্তরার তিন নং সেক্টরের রবীন্দ্র সরণীর বটতলায় অনুষ্ঠিতব্য এ উৎসবে প্রদর্শিত হবে ইয়াস রোহান পরিচালিত ‘বিসর্জন’, জাবেদ পাটোয়ারি পরিচালিত ‘টুনেস’, তানভীর রহমান পরিচালিত ‘আই এম নোবডি’, মাহমুদা সুলতানা রীমা ‘সহজ মানুষ’,মোহাম্মদ রিসান পরিচালিত ‘শুকতারা’। 

তানবীনা জাহান জুসি পরিচালিত ‘গহীন ঘর’, ইহতিশাম আহমেদ টিংকু পরিচালিত ‘একদিন’, ওয়াসিউদ্দিন আহমেদ পরিচালিত ‘মধুকর’, মেহেদি হাসান পরিচালিত ‘পাঠকের মৃত্যু’, মাহমুদ হাসান পরিচালিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’, সোহেল রানা বয়াতি পরিচালিত ‘জল ও পানি’, আসিফ ইউ হামিদ পরিচালিত ‘শ্যাডো অফ লাভ’।

উৎসবে আমন্ত্রিত হয়েছে চারটি চলচ্চিত্র। খন্দকার সুমন পরিচালিত ‘পৌনঃপুনিক’, তাসমিয়া আফরিন মৌ পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবান বন্দী’, হেমন্ত সাদিক পরিচালিত ‘এ লেটার টু গড’ ও খন্দকার সুমন পরিচালিত ‘অঙ্গজ’।

চলচ্চিত্রগুলোর নির্বাচনের দায়িত্ব পালন করেন নির্মাতা ও উৎসব আহ্বায়ক নূরুল আলম আতিক ও নির্মাতা খান জেহাদ।

বিচারকের দায়িত্ব পালন করেন ড. ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. সেলিম মোজাহার, সহযোগী অধ্যাপক, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; মেজবাউর রহমান সুমন, নির্মাতা, লেখক, বেলায়েত হোসেন মামুন, সাধারণ সম্পাদক, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।

উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, চিত্রনাট্য, চিত্রগ্রাহক, সম্পাদক, অভিনেতা, অভিনেত্রী ও সংগীতসহ মোট আটটি বিভাগে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর