img

বিরতির পর শুরু হলো সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’-এর শেষ ধাপের চিত্রায়ণ। সিনেমাটি পরিচালনা করছেন মাহমুদ দিদার। নাম ভূমিকায় আছেন জয়া আহসান।
২৭ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জের সাটুরিয়ায় শুরু হয়েছে এ ছবির দৃশ্য ধারণ। অংশ নিচ্ছেন জয়া আহসানসহ অন্যরা। পরিচালক মাহমুদ দিদার জানান, এই লোকেশনে টানা ১৫ দিনের মতো শুটিং চলবে। আশা করছেন ঠিকঠাক মতো শেষ হবে এই ধাপের শুটিং।
বছরখানেক আগে নওগাঁয় ‘বিউটি সার্কাস’-এর শুটিং শুরু হয়। আর্থিক সংকট ও নানা জটিলতায় এরপর বন্ধ থাকে দৃশ্যায়ন।
বাংলাদেশের সার্কাস শিল্প ও এক নারীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’। সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সার্কাস পুড়িয়ে দেয়ার পর হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে ছবিটিতে। এখানে পুরুষের ভূমিকাকে ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই উপস্থাপন করা হচ্ছে।
২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। আরো অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, হুমায়ূন সাধুসহ আরো অনেকে। তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

এই বিভাগের আরও খবর