img

আবারো যদি উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে দেশটিতে ট্রাম্প প্রশাসনের হামলার সম্ভাবনা ৭০ ভাগ। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই ধারণা করছেন। গ্রাহাম বলেছেন, পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা অর্জনের পরও দেশটিতে ডোনাল্ড ট্রাম্পের হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে।

আটলান্টিকের সাথে দেয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেছেন, ‘আমরা আগে ১০-এর মধ্যে তিনভাগ ক্ষেত্রে সামরিক হমলার সম্ভাবনার কথা বলতাম। কিন্তু আবারো যদি উত্তর কোরিয়া পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, অর্থাৎ তারা যদি সপ্তম বারের মতো এই পরীক্ষা চালায়, তবে সামরিক হামলার সম্ভাবনা হবে ৭০ শতাংশ।’ গ্রাহাম আরো বলেন, গল্ফ খেলার সময় ট্রাম্প উত্তর কোরিয়ার এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার সাথে এ যুদ্ধ হবে এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই’।

 

এই বিভাগের আরও খবর